NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।NID REGISTRATION

আপনি কি জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য দেখতে চান? অথবা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড বা যাচাই করতে চান। অনলানে NID কার্ডের যাবতীয় সেবা পেতে অবশ্যই আপনাকে নিবন্ধিত হতে হবে। আজ আমরা আলোচনা করবো NID কার্ডের যে কোন সেবা পেতে রেজিস্ট্রেশন বা নিবন্ধনের নিয়ম সম্পর্কে। চলুন জেনে নেই, NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।

আমাদের বিভিন্ন কাজের জন্য NID কার্ড যাচাই বা ডাউনলোড অথবা জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন ধরনের সেবা নিতে হয়। NID কার্ডের যে কোন সেবা নিতে অবশ্যই NID অনলাইন ওয়েব পোর্টালে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। একাউন্ট রেজিস্ট্রেশন ছাড়া কোন ভাবে NID অনলাইন ওয়েব পোর্টালে প্রবেশ করা যাবে না।

 NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।

অনলাইনে NID একাউন্ট রেজিস্ট্রেশন করা একেবারেই সহজ। যে কেউ একটু চেষ্টা করলেই মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে NID একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। একাউন্ট রেজিস্ট্রেশন করা থাকলে আপনি নিজে নিজেই NID কার্ডের যে কোন সেবা নিতে পারবেন। আশা করি আজকের লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে সহজেই জানা যাবে NID একাউন্ট  রেজিস্ট্রেশন করার নিয়ম।

NID একাউন্ট রেজিস্ট্রেশন করতে যা যা প্রয়োজন।

ভোটার আইডি বা NID একাউন্ট রেজিস্ট্রেশন করতে বেশি কিছুর প্রয়োজন হবে না। যেহেতু অনলাইনে ঘরে বসে একাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন  সেহেতু নিম্মোক্ত বিষয়গুলো একান্ত প্রয়োজন।

  • জাতীয় পরিচয়পত্র নম্বর/ফরম নম্বর।
  • জন্ম তারিখ।
  • একটি স্বচ্চল মোবাইল নম্বর।
  • একটি মোবাইল বা একটি কম্পিউটার।
  • QR কোড স্ক্যান ও ফেইস ভেরিফিকেশনের জন্য অন্য একটি স্মার্ট মোবাইল ফোন।
  • মোবাইল বা কম্পিউটারে থাকতে হবে ইন্টারনেট সংযোগ।

NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।

NID কার্ডের যে কোন সেবা পেতে প্রথমে এই services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে। উক্ত ঠিকানায় প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর দিতে হবে। এরপর জন্ম তারিখ বসিয়ে একটি ক্যাপচা কোড পূরণ করতে হয়।

অতঃপর স্থায়ী-স্থায়ী ঠিকানা প্রদান করে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। সব শেষে ফেইস ভেরিফিকেশন করে একটি পাসওয়ার্ড সেট করার মাধ্যমে NID একাউন্ট রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শেষ হবে।

আরো জানুনঃ

নিম্মে NID একাউন্ট রেজিস্ট্রেশনের প্রত্যেকটি ধাপ চিত্রের মাধ্যমে দেখানো হলো-

প্রথম ধাপঃ ওয়েবসাইটে প্রবেশ।

জাতীয় পরিচয় পত্রের বা NID কার্ডের যাবতীয় সেবা পেতে প্রথমে এই services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর নিম্মের পেইজটি চলে আসবে।

NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।

প্রথম ধাপের এই পেইজে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার জন্য “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করতে হবে। “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে একাউন্ট রেজিস্টার পেইজে।

দ্বিতীয় ধাপঃ একাউন্ট রেজিস্টার।

উপরের পেইজের নিচে “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করার পর আপনার সামনে নিচের পেইজটি ওপেন হবে।

NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।

এই পেইজে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র বা ফরম নম্বর বসাতে হবে। আর আপনি যদি জাতীয় পরিচয়পত্র নম্বর না পান তাহলে NID কার্ড করার সময় বায়োমেট্রিক প্রদান করার পর যে স্লিপ দেওয়া হয়েছে সেই স্লিপ নম্বরটি বসিয়ে দিন।

একাউন্ট রেজিস্ট্রেরের দ্বিতীয় পর্যায় NID কার্ড করার সময় প্রদত্ত জন্ম তারিখ অনুযায়ী জন্ম তারিখ বসান। এরপর নিচে একটি প্রদর্শিত ক্যাপচা কোড পূরন করে “সাবমিট” বাটনে ক্লিক করতে হবে।

“সাবমিট” বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে ঠিকানা প্রদান পেইজে।

তৃতীয় ধাপঃ ঠিকানা প্রদান।

দ্বিতীয় ধাপের একাউন্ট রেজিস্টার পেইজের নিচে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে নিচের পেইজটি ওপেন হবে।

NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।

এই পেইজে দুটি অংশ রয়েছে। যথা-

  1. বর্তমান ঠিকানা।
  2. স্থায়ী ঠিকানা।

উভয় ঠিকানার মাত্র তিনটি বিষয় সিলেক্ট করতে হবে। যথা-

  1. বিভাগ।
  2. জেলা।
  3. উপজেলা।

ঠিকানা প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা ঠিকানা প্রদানের ক্ষেত্রে ৩(তিন) বারের বেশি ভুল করলে আপনি নিবন্ধন করতে পারবেন না। আপনার একাউন্ট লক করে দেওয়া হবে।

এরপর সঠিকভাবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা প্রদান করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। “পরবর্তী” বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে মোবাইল নম্বর ভেরিফিকেশন পেইজে।

চতুর্থ ধাপঃ মোবাইল নম্বর ভেরিফিকেশন।

স্থায়ী-অস্থায়ী ঠিকানা প্রদান করার পর পেইজের নিচে “পরবর্তী” বাটনে ক্লিক করার পর আপনার সামনে নিচের পেইজটি ওপেন হবে।

NID একাউন্ট রেজিস্ট্রেশন

এখানে যদি আপনি NID কার্ড করার সময় মোবাইল নম্বর দিয়ে থাকেন তাহলে মোবাইল নম্বর দেখা যাবে। তখন শুধু OTP কোডের জন্য বার্তা পাঠান বাটনে ক্লিক করলেই হবে।

আর যদি NID কার্ড করার সময় মোবাইল নম্বর না দিয়ে থাকেন তাহলে মোবাইল নম্বর দেখাবে না। সেক্ষেত্রে নতুন সক্রিয় একটি মোবাইল নম্বর বসিয়ে OTP কোডের জন্য “বার্তা পাঠান” বাটনে ক্লিক করতে হবে।

এছাড়া যদি আপনি NID কার্ড করার সময় প্রদত্ত মোবাইল নম্বর পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন বাটনে ক্লিক করে নতুন নম্বর বসানো যাবে।

মোবাইল নাম্বার বসিয়ে OTP ভেরিফিকেশনের জন্য “বার্তা পাঠান” বাটনে ক্লিক করার কিছু সময়ের মধ্যে Nid service এর ১০৫ নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে ৬ ডিজিটের একটি OTP কোড আপনার প্রদত্ত মোবাইল নম্বরে পাঠানো হবে।

৬ ডিজিটের একটি OTP কোড “যাচাই করন পিন ভেরিফিকেশ” ফাকা বক্সে বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে ফেইস ভেরিফিকেশন অপশন পেইজে।

পঞ্চম ধাপঃ QR কোড স্ক্যান ও ফেইস ভেরিফিকেশন।

OTP কোড “যাচাই করন পিন ভেরিফিকেশ” ফাকা বক্সে বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নিচের পেইজিটি ওপেন হবে।

NID একাউন্ট রেজিস্ট্রেশন

এই পেইজে আসার আগেই আপনার অন্য একটি মোবাইলে Nid Wallet অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে। অতঃপর ডাউনলোড করা অ্যাপস টি ওপেন করে উপরের QR কোডটি স্ক্যান করতে হবে। মোবাইলে  QR কোডটি স্ক্যান করার সাথে সাথেই আপনার স্ক্যান করা মোবাইলটিতে নিচের পেইজটি চলে আসবে।

NID একাউন্ট রেজিস্ট্রেশন

স্কিনে দেখানো ছবির নিচে ফেইস ভেরিফিকেশন শুরু করার জন্য Start Face Scan লেখা দেখা যাবে। এরপর Start Face Scan বাটনে ক্লিক করে প্রথমে সোজাসুজি হয়ে ক্যামেরার দিকে মুখমন্ডল রেখে ছবি তুলতে হবে। এরপরে একবার ডানে ও একবার বামে মুখমন্ডল ঘুরাতে হবে। সঠিকভাবে মুখমন্ডল স্ক্যান হলে মোট ৩ বার তিনটি ছবির উপর টিক মার্ক দেখাবে।

ছবি তোলার কাজ শেষ হওয়ার সাথে সাথেই আপনি যে কম্পিউটার বা মোবাইল দিয়ে মূল কাজ করছিলেন সেকানে আপডেট মেসেজ দেখাবে। আপডেট মেসেজের উপর ক্লিক করলেই আপনাকে নিয়ে যাওয়া হবে পাসওয়ার্ড সেট অপশনে।

ষষ্ঠ ধাপঃপাসওয়ার্ড সেট করণ।

উপরের পেইজে আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার ছবি ও নাম সহ নিচের পেইজটি ওপেন হবে।

NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম

পাসওয়ার্ড সেট করণের এই প্রথম চিত্রে একটি পাসওয়ার্ড সেট করতে বলা হবে। পাসওয়ার্ড সেট করতে “সেট পাসওয়ার্ড” বাটনে ক্লিক করতে হবে। যদি আপনি পাসওয়ার্ড সেট না করেন তাহলে যতবার NID সেবা নিতে যাবেন ততবারই উপরোক্ত প্রক্রিয়া অবলম্বন করতে হবে।

সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করার পর নিম্মের পেইজটি ওপেন হবে।

 NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।

সেট পাসওয়ার্ড এর এই পেইজে প্রথমে ইউজারনেম, একটি পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটি ২য় বার “পূণরায় পাসওয়ার্ড লিখুন” বক্সে বসিয়ে আপডেট বাটনে ক্লিক করতে হবে। আপডেট বাটনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে হোম প্রফাইল পেইজে।

সপ্তম ধাপঃ পূনরায় হোম পেইজে প্রবেশ।

ষষ্ঠ ধাপের দ্বিতীয় চিত্রের পেইজের নিচে আপডেট বাটনে ক্লিক করার পর আপনার সামনে নিচের পেইজটি ওপেন হবে।

NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম।

প্রফাইল পেইজে আপনার ছবি সহ নাম ঠিকানা দেখানো হবে। এছাড়া এই পেইজ থেকে আপনি যে সব সেবা নিতে পারবেন তা হলো-

  • আপনার সম্পূর্ণ প্রফাইল দেখা বা পরিবর্তন করা।
  • NID কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে পুণরায় আবেদন করা।
  • আপনার প্রদত্ত পাসওয়ার্ড পরিবর্তন করা।
  • জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা।

আপনাকে মনে রাখতে হবে যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটা অবশ্যই সংরক্ষণ করতে বা লিখে রাখতে হবে। তা না হলে পরবর্তীতে NID  কার্ডের যে কোন সেবা নিতে বার বার নিবন্ধন করতে হবে।

আর পাসওয়ার্ডটি জানা থাকলে সরাসরি এই services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে যে কোন সেবা নিতে পারবেন।

শেষ কথা।

NID কার্ডের যে কোন সেবা পেতে অবশ্যই আপনাকে উপরোক্ত পদ্ধতির ন্যায় নিবন্ধন করে তারপর সেবা নিতে পারবেন। কেননা আপনি যখন NID সেবা নিতে এই services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন তখনি আপনার কাছে দুটি বিষয় জানতে চাওয়া হবে। যথা আপনার পূর্বে রেজিস্ট্রেশন করা থাকলে সরাসরি লগইন করতে বলা হবে। আর রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করতে হলে হবে। সুতারাং আপনি যদি উপরের লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে তাহলে নিজে নিজেই সহজে মাত্র ২ থেকে ৫ মিনিটের মধ্যেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

About Author

AMINUL ISLAM

মোঃ আমিনুল ইসলাম। পেশায় একজন ব্যাংকার। চাকরির পাশাপাশি লেখা লেখির অভ্যাস থেকে ব্লগিং করা। এই ব্লগে বিভন্ন প্রযুক্তি , সরকারি সেবা, ব্যাংকিং, আইন ও নিয়ম কানুন, এবং ইসলামিক সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করেছি।

Leave a Comment